ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকেই নজর কেড়েছিলেন সরফরাজ খান। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি। কিন্তু সরফরাজকে বরাবরই কটাক্ষ শুনতে হয় ওজন নিয়ে। সামনেই ইংল্যান্ড সফর। সেখানে চূড়ান্ত দলে ডাক পাবেন কি না জানা নেই। তার আগে ১০ কেজি ওজন কমিয়ে 'ঝরঝরে' হয়ে তৈরি সরফরাজ খান। তার জন্য কম আত্মত্যাগ করতে হয়নি। একসময় প্রিয় খাবার ছিল বিরিয়ানি। কিন্তু সেগুলো এখন বাদ। বরং এখন তাঁর খাদ্যতালিকায় ফল ও শাক-সবজি। আর তার সাহায্যেই গত একমাসে ১০ কেজি ওজন কমিয়েছেন ২৭ বছর বয়সি মুম্বই ব্যাটার। ভারতের এ দলে ডাক পেয়েছেন তিনি। সেখানে দুটি ম্যাচে ভালো খেললে প্রথম দলেও ঢুকে পড়তে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন