সমাজ মাধ্যম প্রভাবী জ্যোতি মালহোত্রার সঙ্গে সিপিএম ছাত্র নেতার ছবি। গত কয়েকদিন দিন ধরে সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। সেই ছবি ছড়িয়ে পড়া নিয়ে এফআইআর দায়ের করলেন সিপিএম নেতা, এসএফআই-এর সর্বভারতীয় নেতা সৃজন ভট্টাচার্য। কারণ, ওই ছবিটি 'ফেক' বলেই দাবী সৃজনের। সমাজ মাধ্যমে এই ছবি ছড়িয়ে সৃজন ভট্টাচার্য ও সিপিএম পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন সৃজন।
মঙ্গলবার সৃজন ভট্টাচার্য বলেন, "সম্প্রতি আমার নজরে এসেছে, এক এসএফআই কর্মীর সঙ্গে আমার তোলা একটি ছবিকে বিকৃত করে সেখানে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে অত্যন্ত নিম্নমানের কুরুচিকর প্রচার চালাচ্ছে কিছু লোক। এই বিকৃত ছবিটি আমার দল ও আমার সম্মানহানি করেছে। বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে আমাদের সঙ্গে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম, তারাই এমন ঘৃণা ও বিদ্বেষের চাষ করে। আমি আজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতরে এফআইআর করেছি। আশা করব, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই মিথ্যেবাদীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন