আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে খোলা চিঠি দিল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন 'যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ'। বিকাশ ভবনের সামনে ওই সংগঠনের সদস্যদের অবস্থান ১৪ দিনে পা দিয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত চিঠি পাঠিয়েছিলেন সদস্যেরা। সেই চিঠির জবাব না মেলায় মঙ্গলবার খোলা চিঠি পাঠিয়েছেন তাঁরা। পরীক্ষা ছাড়া তাঁদের যাতে চাকরিতে বহাল করা হয়, সেই নিয়ে আলোচনা চাইছেন তাঁরা। 'যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ'-এর সদস্য সঙ্গীতা সাহা বলেন, 'সোমবার রাতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত আলোচনা চেয়ে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর না পাওয়ায় আজ আমরা খোলা চিঠি জমা দিয়েছি।' তাঁরা আশাবাদী যে, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে আলোচনা করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন