চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল বঞ্চিত নিয়োগপ্রার্থীরা। জরুরী মামলার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার।
সূত্রের খবর, ভাতা ঘোষণার পর সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় রাজ্য। মঙ্গলেই রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বঞ্চিত নিয়োগপ্রার্থীরা। বৃহস্পতিবার এই মামলার শুনানি। এমন খবর পাওয়া গিয়েছে আদালত সূত্রে।
উল্লেখ্য, এপ্রিল মাসের হিসাবে অনুসারে গ্রুপ সি কর্মীরা পাবেন ২৫ হাজার টাকা করে ভাত। আর গ্রুপ ডি কর্মী পাবেন ২০ হাজার টাকা করে ভাতা। মন্ত্রীসভার বৈঠকের পর এমনটাই ঘোষণা করে রাজ্য সরকার। গত ১৪ মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'গ্রুপ সি ও গ্রুপ ডি-র মাইনে পাচ্ছেন না যাঁরা, সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম। আমরা একটা পলিসি তৈরি করেছি। এখানে পিল খেলে কিল দেয়। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে একটা স্কিমের অধীনে ২০২৫-এর ১ এপ্রিল থেকে গ্রুপ সি ২৫ হাজার ও গ্রুপ ডি ২০ হাজার টাকা করে পাবেন।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন