দেশের ১০৩টি অমৃতভারত স্টেশন ও একাধিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় প্রধানমন্ত্রী টেনে আনেন অপারেশন সিঁদুর-এর কথা। পহেলগাঁও জঙ্গি হামলার কথা তুলে দেশের সেনা বাহিনীকে প্রসংশায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তুলোধনা করেন পাকিস্তানকে।
প্রধানমন্ত্রী বলেন, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা নিরীহ পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি করেছিল। মহিলাদের মাথা থেকে সিঁদুর মুছে দিয়েছিল ওরা। ওইদিন যে বুলেট জঙ্গিরা চালিয়েছিল সেই বুলেট এসে লেগেছিল দেশের ১৪০ কোটি মানুষের বুকে। যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল, তাদের মাটিতেই তাদের কবর দেওয়া হয়েছে। যারা আমাদের নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছিল তাদের প্রতিটি রক্তবিন্দুর জবাব দেওয়া হয়েছে। যারা এতদিন ভেবেছিল যে এতবড় হামলার পর ভারত চুপ করে থাকবে তারা এখন ঘরে ঢুকে বসে রয়েছে। যারা এতদিন অস্ত্রের হুঙ্কার দিয়ে আসত তারা এখন নিজেদের আস্তানার ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে।
পহেলগাঁও হামলার পর কেন্দ্রের তরফে বলা হয়েছিল ভারত পাক জঙ্গিদের উপযুক্ত জবাব দেবে। ঘোষণা অনুযায়ী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশবাসী এমন কড়া জবাব দেওয়ার শপথ করেছিল যা সবার মনে থাকবে। আমাদের সেনার বিক্রমে পাকিস্তান হাঁটু গাড়তে বাধ্য হয়েছে। মাত্র ২২ মিনিটে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। মাত্র ২২ মিনিটেই ২২ এপ্রিল হামলার জবাব দেওয়া হয়েছে। সেনার প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, আমাদের তিন বাহিনী এমন চক্রব্যুহ গড়ে তুলেছিল যে পাকিস্তান নতজানু হতে বাধ্য হয়। সামনাসামনি লড়াই করে পাকিস্তান কখনও ভারতের সঙ্গে জিততে পারে না। তাই সন্ত্রাসবাদকে ভারতের বিরুদ্ধে হাতিয়ার করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন