আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুর্নীতির সঙ্গে জড়িত! ১৬ জন সাক্ষীর বয়ানকে আদালতে হাতিয়ার করে এমন চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানিতে সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন। তারই বিরোধিতা করে সওয়াল করতে গিয়ে বৃহস্পতিবার আদালতে ১৬ জন সাক্ষীর বয়ানকে হাতিয়ার করেছে সিবিআই। চিকিসক, মেডিক্যাল ও নন মেডিক্যাল অফিসারদের বয়ানকে সামনে রেখেই সওয়াল সিবিআইয়ের। আদালতে সিবিআই জানিয়েছে, টেন্ডার দুর্নীতি, পার্কিং স্পেস ও ক্যাফেটেরিয়ার স্পেস পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীন কমিটির সদস্যদের পাত্তা না দিয়েই নিজের ক্ষমতাবলে সব করে গেছেন সন্দীপ ঘোষ। যা তার হাসপাতালের সহকর্মীদের বয়ান থেকেই স্পষ্ট, এরা সকলে দুর্নীতিতে জড়িত, দাবি সিবিআইয়ের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন