সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যের। নতুন ওবিসি লিস্টে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের পক্ষে কপিল সিব্বল বলেন, 'OBC নতুন তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের। OBC মামলার জন্য ৪০০০০ টিচার রিক্রুমেন্ট আটকে আছে। চার অগাস্ট মামলা থাকুক। কিন্তু হাইকোর্টে কনটেম্প প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিক শীর্ষ আদালত।' রাজ্যের তৈরি তালিকা বিজ্ঞপ্তি কেন বাতিল হবে? – প্রশ্ন প্রধান বিচারপতি বি আর গাভই এর। ঠিক এই প্রশ্ন আগেও করেছিলেন প্রধান বিচারপতি। হাইকোর্টে নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা কাটলো।প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে মামলার শুনানি ছিল। কীভাবে এগজিকিউটিভ অর্ডারে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতির বেঞ্চ জানায়— আমরা আপাতত স্থগিতাদেশ দিচ্ছি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেব, নতুন বেঞ্চ গঠনের। ৬-৮ সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। সর্বোচ্চ আদালতের মন্তব্য— ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন কিছু পদ্ধতি মেনে তো নতুন তালিকা প্রস্তুত করেছে। সর্বোচ্চ আদালতে পরবর্তী শুনানি আগামী সোমবার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন