ইতিমধ্যে নিম্নচাপ বাংলা থেকে সরে গিয়েছে। তবে, এখনও সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিল জানাল আলিপুর আবহাওয়া দফতর। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টির দাপট ইতিমধ্যেই কমেছে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি। আর্দ্রতার পরিমাণও রয়েছে বেশি।
২৮ জুলাই দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
২৯ জুলাই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎপাতেরও সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন