বছরে একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সমাপ্তি ঘটে গিয়েছে ২০২৫ সালেই। বর্তমানে সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষা থেকেই একটি বিশেষ ব্যবস্থা কার্যকর করার পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। যা হবে এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চন) পদ্ধতিতে। পরীক্ষার্থীরা উত্তর দেবে ওএমআর শিটে। সেই পরীক্ষা থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে।
সংসদ সূত্রে খবর, ওই বিশেষ ব্যবস্থা কার্যকর হলেই রেজাল্ট বের হওয়ার আগেই পরীক্ষার্থীদের কাছে কোন বিষয়ে তারা কত নম্বর পেতে পারে, তা দেখার সুযোগ তৈরি হবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবার প্রথমবারের জন্য তৃতীয় সেমিস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্ক্যান করা ওএমআর শিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার পর ছাত্রছাত্রীরা তাঁদের ওএমআর শিটের স্ক্যান কপি ও সরকারি অ্যান্সার কী অনলাইনে দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এর ফলে ফলাফল ঘোষণার আগেই তারা নিজেরাই সম্ভাব্য নম্বর হিসেব করে নিতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন