দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকার, পুরসভা-পঞ্চায়েত-সহ সরকারপোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। সৌজন্যে, 'করম পুজো'। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।
রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর 'করম পুজো' উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এমনকি, ছুটি পাবেন চা-বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও। তবে খোলা থাকবে কলকাতার 'রেজিস্ট্রার অফ অ্যাসিয়োরেন্স' এবং 'কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ'–এর দফতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন