মহারাষ্ট্রের বহু চর্চিত মামলা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ঘোষণা করা হল বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল পুরোহিত সহ ৭ জনকে। বিচারক রায় ঘোষণাকরার পরেই আদালতে আনন্দে প্রায় কেঁদেই ফেলেন সাধ্বী প্রজ্ঞা। বলেন, "আমি বছরের পর ধরে আমায় হেনস্থা করা হয়েছে। সমানে লড়াই করে যেতে হয়েছে। নির্দোষ হওয়া সত্ত্বেও আমায় দোষী বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেই বোঝা আমি নিয়ে বয়ে বেরিয়েছি।" সাধ্বী প্রজ্ঞা আরও বলেন, "আজ গেরুয়া পতাকার জয় হল, হিন্দুত্বের জয় হল। 'গেরুয়া সন্ত্রাসে'র ন্যারেটিভ মিথ্যে প্রমাণিত হল।" প্রসঙ্গত, মুম্বইয়ের এনআইএ-র বিশেষ আদালত ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে। জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা। সন্দেহের বশে কোনও ব্যক্তিকে সাজা দেওয়া যায় না বলেও মন্তব্য করেছে আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন