"মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন," আরামবাগে এক দলীয় কর্মসূচতে গিয়ে বিজেপি কর্মীদের নতুন দাওয়াই মিঠুন চক্রবর্তীর। বিধানসভা ভোটের আগে মিঠুনের এমন উস্কানিমূলক মন্তব্যে রাজ্যে অশান্তি সৃষ্টি হতে পারে বলে তৃণমূল সমালোচনা ও কটাক্ষ করেছে মিঠুন চক্রবর্তীকে। এর পাশাপাশি চিটফান্ড ইস্যুতে মিঠুন চক্রবর্তীর নাম জড়িয়ে আবারও নতুন করে বিতর্ক তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
শুক্রবার হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালতে একটি দলীয় সভায় উপস্থিত হয়েছিল অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "কেউ মার খেয়ে বাড়ি আসবেন না। মারলে, মারুন।"
অর্থাৎ পালটা মার দেওয়ার দাওয়াই দিয়ে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। আর বিধানসভা ভোটের আগে সেটাকে উস্কানিমূলক মন্তব্য বলেই ভাবছে তৃণমূল। বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "নকশাল সময়ে তবে কেন পালিয়েছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী। এখন বিজেপির ছেলেদের উস্কে বিপদে ফেলতে চাইছেন উনি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন