মেগা লড়াইয়ে নামার আগে তিনটি ম্যাচে কোনও জয় নেই। দু'টি ড্র, একটিতে হার। এমতাবস্থায় শনিবারের বড় ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কল্যাণীতে এদিন এই ম্যাচে সফল বিনো জর্জ ও তাঁর দলবল। কলকাতা লিগের বিলম্বিত ডার্বিতে মোহনবাগানকে এদিন ৩-২ গোলে হারাল ইস্টবেঙ্গল। কল্যাণীর গ্যালারিতে জ্বলল মশাল।
গোল করে এবং করিয়ে কল্যাণীতে এদিন কলকাতা লিগের বড় ম্যাচের নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়। অতীতে সিনিয়র ডার্বিতেও জ্বলে উঠতে দেখা গিয়েছিল এই বাঙালি তরুণ তুর্কিকে। এদিন কল্যাণীতে ইস্টবেঙ্গল আক্রমণভাগকে নেতৃত্ব দিয়ে গেলেন সায়ন। সুযোগ হাতছাড়া না-হলে ইস্টবেঙ্গলের নামের পাশে এদিন পাঁচ গোলও লেখা হতে পারত। সে যাইহোক মর্যাদার লড়াইয়ে রুদ্ধশ্বাস জয় লাল-হলুদকে লিগ টেবিলে তুলে আনল পাঁচে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে দুর্ধর্ষ প্রত্যাঘাত ছুড়ে দিয়েও মাথা নীচু করে মাঠ ছাড়ল সবুজ-মেরন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন