ম্যাঞ্চেস্টারে ড্র করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে টিকে রয়েছে গম্ভীরের ভারত। সিরিজ ড্র করার লক্ষ্যে ওভালে নামবেন শুভমন গিলেরা। গুরত্বপূর্ণ এই টেস্টে ঋষভ পন্থকে পাওয়া যাবে না। নিশ্চিত করে দিলেন গৌতম গম্ভীর।
চতুর্থ টেস্টের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গম্ভীর। সেখানেই পরের টেস্টে পন্থকে না পাওয়ার দুঃসংবাদ জানিয়ে তিনি বলেন, "ভাঙা পা নিয়ে ও যে ভাবে ব্যাট করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে আলোচনা করবেই। ওর চোট পাওয়টা দুর্ভাগ্যজনক।" পরে ভরতীয় ক্রিকেট বোর্ডও সরকারি ভাবে জানিয়ে দেয় শেষ টেস্টে পন্থকে পাওয়া যাবে না। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে এন জগদীশনকে। এই ভারতীয় দলকে নিয়ে উচ্ছসিত গম্ভীর। তিনি বলেন, "অনেকেই ভাবেননি আমরা ম্যাচ বাঁচাতে পারব। এই দলটা তৈরি হচ্ছে। আমরা সেরা ১৮ জনকে বেছে নিয়েছি। শুধু একটু অভিজ্ঞতার অভাব রয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন