ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, পন্থের পায়ের পাতা ভেঙেছে। আগামী ৬ সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না।
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারে ব্যাট করার সময়েই বিশ্রীভাবে চোট পান ভারতীয় দলের সহঅধিনায়ক। পায়ে হেঁটে মাঠ ছাড়তে পর্যন্ত পারেননি তিনি।বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন