আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা ও বাবার সঙ্গে সিপিএম নেতৃত্বের বৈঠক।আগামীতে ন্যায় বিচারের আন্দোলনে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায়রা।
বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমদ ভবনে আরজি করে নিহত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মহম্মদ সেলিমরা। সিপিএম রাজ্য সম্পাদক ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যান্য বাম নেতারা। উপস্থিত সকলের সঙ্গেই দীর্ঘক্ষণ কথা বলেন নির্যাতিতার বাবা-মা।
সূত্রের দাবি, আরজি করে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার ন্যায্য বিচারের দাবি ও আন্দোলনে পাশে থাকার জন্য বাম নেতৃত্বকে আর্জি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সিপিএম রাজ্য নেতৃত্ব তাদের পাশে থাকার স্পষ্ট বার্তাও দিয়েছেন। যতদিন না পর্যন্ত নির্যাতিতা ন্যায্য বিচার পাচ্ছেন ততদিন আন্দোলন জারি রাখারও আশ্বাস দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন