নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বুধবার ঝাড়গ্রামে আয়োজিত সভায় এমন অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল। যে দিকে নাচাবেন, সে দিকেই নাচবে।"টার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে নিলম্বিত (সাসপেন্ড) করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে দু'জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক ('ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার'বা ইআরও) এবং 'সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক'(‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)। কমিশনের সেই পদক্ষেপই যে তাঁর উষ্মার কারণ, বুধবার তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। সেই সঙ্গেই তাঁর সরকার যে কমিশনের ওই নির্দেশ মানবে না, সে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন