ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে রাজ্য। বুধবারের শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে DA না দেওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চের। আদালতের পর্যবেক্ষণ, আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার। টাকা জমিয়ে রাখা হচ্ছে অন্য জায়গায় খাটাচ্ছে।
বুধবার শুনানির শুরুতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী সওয়াল শুরু করেন। ২০০৬-২০০৮ সাল এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গ উঠতেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতির। মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার দীর্ঘ শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের সওয়াল করার দিন। মঙ্গলবার শুনানির শুরু থেকেই ডিএ আদৌ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা, তা নিয়ে সওয়াল-জবাব শুরু হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন