'লিপ্স অ্যান্ড বাউন্ডস' মামলার শুনানি ছিল এদিন। কলকাতা হাই কোর্টে পিছিয়ে গেল এই মামলার শুনানি। সোমবার বিচারপতি অমৃতা সিংহ জানান, ওই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। এই অবস্থায় আপাতত মামলার শুনানি মুলতবি থাকবে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করে দিল আদালত। এর পাশাপাশি, বিচারপতি সিংহ জানিয়েছেন, পরবর্তী শুনানির আগে সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। নিয়োগ মামলায় ধৃত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্রে লিপ্স অ্যান্ড বাউন্ডসের নাম সামনে আসে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন