বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ আগেই সামনে এসেছে। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ নিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। এবার অত্যাচারিত কর্মহীন হয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসা বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ভাতা ঘোষণা করলেন মমতা। এই প্রকল্পের নাম দেওয়া হল 'শ্রমশ্রী'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে ভিন রাজ্য থেকে অত্যচারিত, কর্মহীন হয়ে যাঁরা রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন, তাঁদের সরকারের তরফ থেকে পরবর্তী কাজ খুঁজে না পাওয়ার পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন