তৃণমূলে আরও কোণঠাসা হয়ে পড়েছেন দলের অন্যতম সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে কল্যাণের ইস্তফাপত্র একবারে গ্রহণ করে সম্ভবত শ্রীরামপুরের সাংসদকে কড়া বার্তাই দিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। কল্যাণের মানভঞ্জনের পথে না হেঁটে কল্যাণের পদত্যাগপত্র গ্রহণ তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। তবে, কল্যাণের সঙ্গে যে কথা বলবেন, সেই কথা আগেই জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূলের দলনেতা পদে বসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কথা অবশেষে হল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুলের নৈশভোজে যোগ দেওয়ার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত বৈঠক করেন অভিষেক। বৈঠক সম্পর্কে অবশ্য মুখ খোলেননি কল্যাণ। শুধু জানিয়েছেন,"খুবই সদর্থক আলোচনা হয়েছে শুধু এটুকু বলতে পারি। এর বাইরে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে আর কী কথা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করব না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন