নির্বাচনের মুখে বড় ধাক্কা! বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যাকাণ্ডের চার্জশিটে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পালের নাম উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এই মামলায় ১৮ জনের নাম চার্জশিটে উল্লেখ করেছে বলে জানা গিয়েছে। সেখানে পরেশ পাল ছাড়াও রয়েছেন তৃণমূলের আরও দুই কাউন্সিলরের নাম। গত বিধানসভা ভোটের ফল বেরোনোর দিনে নারকেলডাঙা এলাকায় নিজের বাড়ির সামনে খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। অভিযোগ ছিল, শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। মৃতের পরিবারের অভিযোগ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের মদতে তার সঙ্গীরাই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকেই পরেশ পালের গ্রেফতারির দাবি জানিয়ে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরে বেশ কয়েকবার বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে এদিন চার্জশিটে তাঁর নাম রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন