কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে আইনি জটিলতা তৈরি হয়েছে। কলেজে ভর্তিতেও সেই জট বহাল। সমস্যার সুরাহায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করবে রাজ্য সরকার। এ ব্যাপারে শুক্রবার জোড়াসাঁকো ক্যাম্পাসে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, "সুপ্রিম কোর্টের নির্দেশের পর অন্য রকম কিছু বিবেচনা হতে পারে, এটা আমাদের ধারণায় ছিল না। আমরা দ্রুত আইনি পথে যাব। দেশের সর্ব্বোচ্চ ন্যায়ালয়ের কাছে আবেদন করব। হয়তো শুক্রবারই মেনশন করা হবে।" শুক্রবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ক্যাম্পাসে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেরিয়ে আসার পরে স্নাতকে ভর্তির পোর্টাল বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, "খুব দ্রুত এর নিষ্পত্তি হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন