প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি অ্যাটাচ করল ইডি। রাজ্যের কারামন্ত্রীর প্রায় ৩.৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, চন্দ্রনাথ সিনহা এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি, বাজার মিলিয়ে প্রায় দশটি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইডি সূত্রে দাবি, এই সম্পত্তি গুলো যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখন সেগুলির ভ্যালুয়েশন বা বাজারমূল্য ছিল ৩.৬ কোটি টাকা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছরই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন