তিনি ঈশ্বরে বিশ্বাসী নন। নিজেকে বরাবর 'নাস্তিক' বলেই দাবি করে এসেছেন গীতিকার জাভেদ আখতার। আর সেই প্রবীণ গীতিকারকেই কিনা কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজিতে 'সচ্চা মুসলিম' বানিয়ে দেওয়া হল! নেটভুবনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ফেজ টুপি পরে, চোখে সুরমা দিয়ে মসজিদে নমাজ পরতে যাচ্ছেন জাভেদ। যা দেখে অনুরাগীরা রীতিমতো হতবাক! আর নিন্দুকরা প্রশ্ন ছুড়েছেন, মুফতি নদবীর সঙ্গে আল্লাহর অস্তিত্ব নিয়ে তর্ক-বিতর্কের পর কিনা জাভেদ আখতার এবার নিজেই ধার্মিক হয়ে গেলেন? সেসব দেখেশুনেই এবার মেজাজ হারালেন প্রবীণ গীতিকার।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন