Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

এসএসসি পরীক্ষাতে ছাড় নয়; আবেদন খারিজ করল আদালত

 ২:০৬ PM     kolkata     No comments   

এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বয়সে ছাড় চেয়ে আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। 

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানায়, "মানবিকতার খাতিরে সোমা রায়ের চাকরি রাখা হয়েছিল। ওই ধরনের কোনও চাকরিপ্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে। সবাইকে নয়। আমাদের রায় স্পষ্ট বলা রয়েছে। যে কেউ বয়সে ছাড় চেয়ে আবেদন করতে পারেন না।" জানা গিয়েছে, এই মামলার মামলাকারী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। সেই সময় উত্তীর্ণ হননি। তাঁরা বয়সে ছাড় চেয়ে হাইকোর্টে মামলা করেন।  বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ওই চাকরিপ্রার্থীরা। কিন্তু তা খারিজ করে দিল আদালত।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

এবার ঝাড়খণ্ডের দায়িত্বে কার্তিক মহারাজ!

 ৬:২০ PM     kolkata     No comments   


মহিলাকে যৌন হেনস্তার অভিযোগের পর বাংলায় কার্যত 'ব্রাত্য' পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ। তাঁকে ঝাড়খণ্ডে বেশি সময় দিতে বলা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বর্তমানে ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ। কিন্তু তাঁকে সম্প্রতি ঝাড়খণ্ডের সংঘ দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার দায়িত্বে থাকা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্ত মহারাজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন তাঁকে আটকে রেখে শারীরিক নিগ্রহ করেছেন বেলডাঙার ভারত সেবাশ্রমের দায়িত্বপ্রাপ্ত ওই সন্ন্যাসী। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। রক্ষাকবচ চাইতে হাই কোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি মেলেনি কার্তিক মহারাজের। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা চলছে। তাঁর বিরুদ্ধে ওই মামলার পর থেকেই বেলডাঙার আশ্রমে কার্তিক মহারাজকে সেভাবে দেখা যাচ্ছিল না। সূত্রের খবর, তাঁকে নাকি ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। সেকথা অবশ্য মেনে নিয়েছেন কার্তিক মহারাজ। জানিয়েছেন, বর্তমানে ঝাড়খণ্ডে তাঁকে বেশি সময় দিতে হচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা, পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর নাম যৌন নিগ্রহের মতো মামলায় জড়িয়ে যাওয়ায় সাবধানী পদক্ষেপ করেছে ভারত সেবাশ্রম সংঘ। এমনিতেও বঙ্গ রাজনীতিতে একাধিক বিতর্কে জড়িয়েছেন প্রদীপ্ত মহারাজ। এত সব বিতর্ক এড়াতেই হয়ত বাংলা থেকে সুকৌশলে কার্তিক মহারাজকে সরিয়ে নেওয়া হল ঝাড়খণ্ডে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি! পড়ুন

 ৫:১৫ PM     kolkata     No comments   

  



প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। এমন খবর পাওয়া গিয়েছে ইডি সূত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এর আগে দু'বার ইডির হাজিরা এড়িয়েছিলেন মন্ত্রী। বৃহস্পতিবার হঠাৎই ইডির দফতরে হাজিরা দেন বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ।
তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, স্পষ্ট নয়। নিয়োগ মামলায় তাঁর বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে শুনে মন্ত্রী বলেন, "আমি শুনেছি। বিষয়টি পুরোপুরি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।"গত ৩১ জুলাই চন্দ্রনাথের কাছ থেকে সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মন্ত্রী এবং তাঁর পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল। কিন্তু চন্দ্রনাথ হাজিরা দিতে যাননি। তিনি ইডি-র কাছে সময় চেয়েছিলেন বলে জানা যায়। ইডিকে তিনি জানান, ৩১ জুলাই যেতে না-পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন। শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন। তার পর বৃহস্পতিবার ইডি দফতরে যান তিনি। তার আগেই অবশ্য তাঁর নামে চার্জশিট জমা দিয়েছে ইডি।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃষ্টির দাপট আপাতত কমছে দক্ষিণবঙ্গে;রেহাই নেই উত্তরের

 ১:১৯ PM     kolkata     No comments   


বৃষ্টি এবার বিরতির পথে ! টানা মেঘাচ্ছন্ন আকাশে এবার রোদের দেখা মিলতে পারে। বর্ষার এই পর্বে কমতে চলেছে বৃষ্টির দাপট। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে বৃষ্টির দাপ।। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের বেশ কিছু জেলায় বিশেষত উত্তরের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার ওপরে অবস্থিত অক্ষরেখাটি উত্তর-পশ্চিম বিহার থেকে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করেছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, করনাল, মোরাদাবাদ, খেড়ি, জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশের হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই তিনের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের চারটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও মালদায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কমিশনকে তোপ অভিষেকের!

 ১:০৫ PM     kolkata     No comments   

 

বিহারে SIR আবহে রাজ্যের বিএলওদের প্রশিক্ষণ নিয়ে বিতর্ক চলছিল। এমন সময় দুই অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে আরও একবার একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নির্দেশে কমিশন কাজ করছে বলে তোপও দাগেন তিনি। লোকসভায় তৃণমূলের দলনেতা হিসাবে বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলেন, "আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন চালায়। যাতে নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হয়। এক-দেড় বছর আগে থেকে এসব কী হচ্ছে? সরকারকে কাজ করতে না দিয়ে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়ার চেষ্টা। প্রকৃত ভোটার যাতে ভোট দিতে না পারে, ভোটাধিকার কাড়তে নির্লজ্জ ভূমিকা পালন করছে কমিশন। তারা রাজ্য সরকারকে জানাতে পারে। কারও নাম কাটতে পারে না। কারণ, ২০২১ সালে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে নিয়ে এসেছে। কোনও রাজনৈতিক দল কিংবা কেন্দ্র সরকারের প্রতি নয়। আমার সাধারণ মানুষের কাছে উত্তর দিতে বাধ্য।" কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার বঞ্চনা ইস্যুতেও সুর চড়ান অভিষেক। বলেন, "কেন্দ্র সরকার আগে ১০০ দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিত না। জলজীবন মিশনের টাকাও এখন বন্ধ করে দিয়েছে।" এদিন অভিষেক সন্দেশখালি এবং আর জি কর ইস্যুতেও সুর চড়ান। সিবিআই তদন্তের পরেও কেন আর জি কর কাণ্ডে এখনও পর্যন্ত অন্য কোনও অভিযুক্তের নাম সামনে এল না, সে প্রশ্নও করেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৬ আগস্ট, ২০২৫

হোটেলের অভ্যান্তরীণ সজ্জার কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন মিঠুন

 ৮:৪৬ PM     kolkata     No comments   


নিজের হোটেলে অভ্যন্তরীণ সজ্জার কাজ করিয়ে নিয়েছেন।  অথচ টাকা দেননি বলে অভিযোগ  বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে।  চিৎপুর থানায় এমনটাই অভিযোগ জমা পড়েছিল। কয়েক লক্ষ টাকা প্রতারণার মামলা করা হয়েছিল। সেই মামলায় মিঠুনকে আপাতত রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেখানে বলা হয়েছে, এখনই তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত চলবে। রাজ্যের কাছ থেকে এই মামলার কেস ডায়েরি তলব করেছে আদালত। তামিলনাড়ুর উটি এবং পশ্চিমবঙ্গের কার্শিয়াঙে মিঠুনের মালিকানাধীন দু’টি হোটেল রয়েছে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। থানার অভিযোগপত্র অনুযায়ী, ওই দুই হোটেলে অভ্যন্তরীণ সজ্জার কাজ করিয়েছিলেন মিঠুন। তাতে কয়েক লক্ষ টাকার বিল হয়েছিল। কিন্তু সেই টাকা মিঠুন দেননি।যিনি কাজের বরাত পেয়েছিলেন, তিনি চিৎপুর থানায় মিঠুনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন। এই সংক্রান্ত এফআইআর খারিজ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। বুধবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। বিচারপতি জানিয়েছেন, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ নিয়ে কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে। আপাতত মিঠুন রক্ষাকবচ পাবেন। পুলিশ এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে পারবে। কিন্তু মিঠুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। ৩ সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নির্বাচন কমিশন অমিত শাহের পুতুল; বিস্ফোরক মুখ্যমন্ত্রী

 ৬:১৯ PM     kolkata     No comments   



নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বুধবার ঝাড়গ্রামে আয়োজিত সভায় এমন অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল। যে দিকে নাচাবেন, সে দিকেই নাচবে।"টার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে নিলম্বিত (সাসপেন্ড) করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে দু'জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক ('ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার'বা ইআরও) এবং 'সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক'(‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)। কমিশনের সেই পদক্ষেপই যে তাঁর উষ্মার কারণ, বুধবার তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। সেই সঙ্গেই তাঁর সরকার যে কমিশনের ওই নির্দেশ মানবে না, সে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
    ৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বী...
  • বিধ্বংসী দুই স্পিনার; অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যুব ভারতের
      বিধ্বংসী দুই স্পিনার আনমোলজিৎ সিংহ এবং মহম্মদ এনান। এই দু-জনের দাপটে চিপকে তিন দিনে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল ভারত।...
  • নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের; কেন নেই শামি?
      সদ্য দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে সব বিভাগে পরাজিত করেছে ভারত। এবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়া...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates