Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বাংলায় কবে হবে SIR? কী বলছে নির্বাচন কমিশন

 ৭:৪৩ PM     kolkata     No comments   


বিহারের পর বাংলাতেও হবে SIR? তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। এই টানাপোড়েনের মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন,"বাংলায় SIR কবে হবে তা পরে জানানো হবে। ৩ নির্বাচন কমিশনার আলোচনা করার পর সঠিক সময়ে জানানো হবে।"বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন।

যাকে বলা হচ্ছে 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন'। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৩ সালে বিহারে শেষবার SIR হয়েছিল। বাংলায় শেষবার ২০০২ সালে SIR হয়েছিল। অনুপ্রবেশকারী-সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলও-দের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। আগামী দিনে পর্যায়ক্রমে অন্য BLO-দেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এটাকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সঙ্গে নেই গোবিন্দ; কেঁদে ফেললেন তারকা পত্নী

 ৮:৩৬ PM     India     No comments   

কিশোরী বয়সেই গোবিন্দর প্রেমে পড়েন সুনীতা আহুজা। ১৮-তে পা দিতে না দিতেই গোবিন্দকে বিয়ে করেন সুনীতা। যদিও বেশ কয়েক বছর আড়ালেই ছিলেন এই তারকা-পত্নী। শোনা যায়, নায়ক হিসেবে জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে স্ত্রীকে বহু বছর আড়ালে রেখেছিলেন অভিনেতা। যদিও গোবিন্দর সঙ্গে প্রেম করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় সুনীতাকে।

বছরখানেক ধরে গুঞ্জন, ৩৭ বছরের দাম্পত্যজীবন যাঁর সঙ্গে, সেই স্ত্রীকে ছেড়ে বছর ৩০-এর এক অভিনেত্রীর প্রেমে মজেছেন গোবিন্দ! পরিস্থিতি এমন দিকে এগোয় যে, সুনীতা ‘আহুজা’ পদবি ত্যাগ করেন। যদিও প্রকাশ্যে সবসময় বলে এসেছেন, তাঁর ও গোবিন্দর মাঝে কেউ আসতে পারবে না। এ বার যেন নিজের অজান্তেই গোবিন্দর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিলেন সুনীতা। সম্প্রতি চণ্ডীগড়ে মহাকালীর মন্দির দর্শনে যান সুনীতা। গোবিন্দকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মুম্বইয়ের মহালক্ষ্মী মন্দিরে মানত করেছিলেন তিনি। সেই সুনীতা ওই মন্দিরচত্বরে বসেই এক সাক্ষাৎকার দেওয়ার সময় সেখানকার পুরোহিতকে বলছিলেন, "যা চেয়েছি, পেয়েছি।  গোবিন্দকে স্বামী হিসেবে। দুই সন্তান পেয়েছি। কিন্তু যে আমাদের দু’জনের মধ্যে আসবে তাকে দেবী মা ছিন্ন করে দেবেন। আমার মতো সৎ মহিলার চোখে যে জল আনবে তার ভাল হবে না।" একনাগাড়ে এ সব বলতে বলতে সেখানেই কেঁদে ফেলেন তারকা-পত্নী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চে তুলকালাম কলকাতায়!

 ৬:৩৭ PM     kolkata     No comments   


ফের বিতর্কে বিবেক অগ্নিহোত্রীর সিনেমাকে কেন্দ্র করে। এবার খাস কলকাতায় তাঁর আপকামিং সিনেমা 'দ্য বেঙ্গস ফাইলস' ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঘিরে এই ঝামেলার সূত্রপাত। পরিচালকের অভিযোগ, রাজনৈতিক কারণে ট্রেলার দেখানো হয়নি। কলকাতায় আসন্ন ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ বাতিল হওয়ার পর পরিচালক বিবেক অগ্নিহোত্রী পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন। এই পরিচালকের অভিযোগ, 'দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চের সময় বাধা দেওয়া হয়। চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার। এতবড় সেটআপ করা হয়েছে। বিপুল খরচা হয়েছে। মঞ্চে পরিচালক মাইক হাতে অভিযোগ করেন, "লাস্ট মিনিটে তাঁরা বলছে, এই ট্রেলার চালানো যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কী হচ্ছে এখানে। আমরা সবরকম অনুমতি নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের চোখের সামনে সবকিছু হচ্ছে। প্রথমে থিয়েটারে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল করা হয়, এরপর হোটেলে। বুঝতেই পারছেন বাংলার কী অবস্থা।
শাসক দল কী ভয় পাচ্ছে ভোটের আগে এমন ট্রেলার আসলে তাদের সমস্যা হবে ?"মূলত, ই এম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেল ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ অনুষ্ঠানের সময় কন্ট্রোল প্যানেলে হোটেলের দুই আধিকারিক উপস্থিত হন। তারপর আচমকাই ট্রেলার চলতে চলতে সেই ভিডিয়ো বন্ধ হয়ে যায়। এরপর সমস্যা সমাধানে বিবেক-পল্লবী হোটেল আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরিচালকের অভিযোগ, জায়েন্ট স্ক্রিনের তার কেটে দেওয়া হয়েছিল। হোটেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ট্রেলার লঞ্চে কোনও বাধা দেওয়া হয়নি। ইতিমধ্যেই কলকাতা পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। সেখানে যে ল্যাপটপ থেকে ট্রেলার চালানো হচ্ছিল তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন পুলিশ আধিকারিকদের সামনে তীব্র ক্ষোভে ফেটে পড়েন পরিচালক বিবেক। তিনি প্রশ্ন তোলেন, "এত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। আমরা কি চোর ? কেন অনুষ্ঠান সকালে বন্ধ করা হয়নি ? কেন একজন পরিচালকের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হচ্ছে ? শো চলাকালীন কেন তা বন্ধ করা হয়েছে ?" এরপরেই তিনি জোর গলায় জানান, রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে পুলিশ এখানে এই কাজ করেছে। যদিও পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তাঁরা কথা বলবেন না। সিনিয়র আধিকারিকরা কথা বলবেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়!

 ২:০৬ PM     kolkata     No comments   


আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’, স্বাধীনতা দিবসের গভীর রাতে রূপা গঙ্গোপাধ্যায়ের পোস্ট। শুক্রবার চিরতরে মাকে হারালেন অভিনেত্রী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন রূপার মা যুথিকা গঙ্গোপাধ্যায়। মারণরোগের সঙ্গে কয়েক বছর যুদ্ধের পর এদিন ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের পা রাখলেন যুথিকাদেবী। শুক্রবার রাতেই অভিনেত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও একাধিকবার অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুথিকাদেবী। এবার আর শেষরক্ষা হল না। মাকে হারিয়ে শোকস্তব্ধ রূপা গঙ্গোপাধ্যায়। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টেও শোকজ্ঞাপন করেছেন তাঁর ঘনিষ্ঠবৃত্ত থেকে অনুরাগীরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মাহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সহবাগের!

 ৯:০২ AM     Sports     No comments   

অবসরের প্রায় ১০ বছর পর মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরেন্দ্র সহবাগ। ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটারের অভিযোগ, এক দিনের ক্রিকেট থেকে তাঁকে অবসর নিতে বাধ্য করেছিলেন মাহি। সচিন তেন্ডুলকর পাশে না থাকলে কয়েক বছর আগে খেলা ছাড়তে হত তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক দিনের ক্রিকেট থেকে অবসরের কথা বলেছেন সহবাগ। তিনি বলেছেন, ‘'২০০৭-০৮ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম তিনটে ম্যাচ খেলেছিলাম। তার পর ধোনি আমাকে বাদ দিয়ে দেয়। তার পর বেশ কয়েকটা ম্যাচে আমাকে খেলানো হয়নি। একটা সময় মনে হল, আমাকে বোধহয় আর প্রথম একাদশে রাখা হবে না। ওই পরিস্থিতির পর আর এক দিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাইনি।' এর পরে সহবাগ আরও বলেছেন, 'আমি সচিন তেন্ডুলকরের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছি। সচিন আমাকে বলে, " এক দম না। আমিও ১৯৯৯-২০০০ মরসুমে এ রকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তখন আমারও মনে হত, ক্রিকেট ছেড়ে দিই। খারাপ সময়টা যেমন এসেছিল, তেমন চলেও গিয়েছিল। তোরও একটা কঠিন সময় যাচ্ছে। কেটে যাবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিবি না। নিজেকে সময় দে। দু-একটা সিরিজ় দেখ না। তার পর সিদ্ধান্ত নিস।' পরের সিরিজ়ে আবার সুযোগ পেয়েছিলাম। প্রচুর রান করেছিলাম। ফলে বিশ্বকাপ খেলার সুযোগ পাই। বিশ্বকাপজয়ী দলের সদস্য হই।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অস্ট্রেলিয়ার ক্রিকেটে যুগাবসান! প্রয়াত প্রাক্তন অধিনায়ক বব সিম্পসন

 ৮:৪৭ AM     Sports     No comments   

প্রয়াত বব সিম্পসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ শনিবার সিডনিতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে অন‍্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছেন তিনি। মোট ৬২টা টেস্টে ৪৬.৮১ গড়ে ৪,৮৬৯ রান করেছেন। উইকেট নিয়েছেন ৭১টা। অস্ট্রেলিয়ার ক্রিকেটে তিনিই প্রথম পূর্ণ সময়ের কোচ। ১১ বছর খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কিন্তু অবসর নেওয়ার ৯ বছর পরে কেরি প‍্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিতর্কের সময় দেশের প্রয়োজনে তিনি অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তাঁকেই অধিনায়ক করা হয়। তাঁর ১০টা টেস্ট শতরানের সবগুলোই অধিনায়ক হিসেবে। একটা ত্রিশতরান এবং দুটো দ্বিশতরানও রয়েছে এই প্রাক্তন ওপেনারের।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

যোগ্য' চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

 ৭:৪৫ PM     kolkata     No comments   



'যোগ্য' চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। শেষ শ্রদ্ধা জানাতে মিছিলের আগে দেহ হাইজ্যাকের চেষ্টা পুলিশের। মুকুন্দপুরে পুলিশের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ। আন্দোলনকারী চাকরিহারাদের দাবি অস্বীকার DC ইস্টের। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সুবল সোরেনের মৃত্যু ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি। চাকরিহারা আন্দোলনকারীরা প্রথমেই জানিয়েছিলেন, হাসপাতাল থেকে রুবি মোড় পর্যন্ত তাঁরা প্রতিবাদ মিছিল করবেন। সেই প্রতিবাদ মিছিলে সামনেই রয়েছেন সুবলের সহযোদ্ধারা। মাথায় কালো কাপড় বেঁধে ই এম বাইপাসে মানববন্ধন করে মিছিল করছেন তাঁরা। কার্যত সুবলের দেহ আগলে তাঁরা নিয়ে যাচ্ছেন। এক আন্দোলনকারীর বক্তব্য, "পরিবারের লোককে না জানিয়ে দেহ হাইজ্যাক করে পুলিশ অন্য গাড়িতে চাপিয়ে বেরিয়ে গিয়েছিল। যোগ্য শিক্ষকরা গিয়ে আটকাতে পেরেছেন। আমরা যদি আগলে নিয়ে না যাই, তাহলে আমরা আদৌ এটা জানি না, ওনার দেহ পরিবারের কাছে পৌঁছবে কিনা।" তবে একদিকে যখন মানববন্ধন হচ্ছে, তখন অন্যদিকে, পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন যোগ্য চাকরিহারাদের একাংশ৷ পুলিশের দাবি, মিছিল তাঁরা করতেই পারেন, কিন্তু রাস্তা আটকে নয়। রাস্তার এক ধার দিয়ে গাড়ি যেতে দিতে হবে। যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক। অভিযোগ, চাকরি হারানোর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সুবল সোরেন। তিনি ওষুধ খেতেন। কিন্তু সেই ওষুধও অনিয়মিত খেতেন। মাথায় প্রবল রক্তক্ষরণ হয়, আর তার জেরেই মৃত্যু হয় সুবলের। অন্তত প্রাথমিকভাবে তেমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
    ৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বী...
  • বিধ্বংসী দুই স্পিনার; অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যুব ভারতের
      বিধ্বংসী দুই স্পিনার আনমোলজিৎ সিংহ এবং মহম্মদ এনান। এই দু-জনের দাপটে চিপকে তিন দিনে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল ভারত।...
  • নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের; কেন নেই শামি?
      সদ্য দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে সব বিভাগে পরাজিত করেছে ভারত। এবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়া...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates