বিহারের পর বাংলাতেও হবে SIR? তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। এই টানাপোড়েনের মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন,"বাংলায় SIR কবে হবে তা পরে জানানো হবে। ৩ নির্বাচন কমিশনার আলোচনা করার পর সঠিক সময়ে জানানো হবে।"বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন।
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
সঙ্গে নেই গোবিন্দ; কেঁদে ফেললেন তারকা পত্নী
কিশোরী বয়সেই গোবিন্দর প্রেমে পড়েন সুনীতা আহুজা। ১৮-তে পা দিতে না দিতেই গোবিন্দকে বিয়ে করেন সুনীতা। যদিও বেশ কয়েক বছর আড়ালেই ছিলেন এই তারকা-পত্নী। শোনা যায়, নায়ক হিসেবে জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে স্ত্রীকে বহু বছর আড়ালে রেখেছিলেন অভিনেতা। যদিও গোবিন্দর সঙ্গে প্রেম করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় সুনীতাকে।
'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চে তুলকালাম কলকাতায়!
মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়!
আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’, স্বাধীনতা দিবসের গভীর রাতে রূপা গঙ্গোপাধ্যায়ের পোস্ট। শুক্রবার চিরতরে মাকে হারালেন অভিনেত্রী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন রূপার মা যুথিকা গঙ্গোপাধ্যায়। মারণরোগের সঙ্গে কয়েক বছর যুদ্ধের পর এদিন ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের পা রাখলেন যুথিকাদেবী। শুক্রবার রাতেই অভিনেত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও একাধিকবার অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুথিকাদেবী। এবার আর শেষরক্ষা হল না। মাকে হারিয়ে শোকস্তব্ধ রূপা গঙ্গোপাধ্যায়। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টেও শোকজ্ঞাপন করেছেন তাঁর ঘনিষ্ঠবৃত্ত থেকে অনুরাগীরা।
মাহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সহবাগের!
অবসরের প্রায় ১০ বছর পর মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরেন্দ্র সহবাগ। ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটারের অভিযোগ, এক দিনের ক্রিকেট থেকে তাঁকে অবসর নিতে বাধ্য করেছিলেন মাহি। সচিন তেন্ডুলকর পাশে না থাকলে কয়েক বছর আগে খেলা ছাড়তে হত তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক দিনের ক্রিকেট থেকে অবসরের কথা বলেছেন সহবাগ। তিনি বলেছেন, ‘'২০০৭-০৮ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম তিনটে ম্যাচ খেলেছিলাম। তার পর ধোনি আমাকে বাদ দিয়ে দেয়। তার পর বেশ কয়েকটা ম্যাচে আমাকে খেলানো হয়নি। একটা সময় মনে হল, আমাকে বোধহয় আর প্রথম একাদশে রাখা হবে না। ওই পরিস্থিতির পর আর এক দিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাইনি।' এর পরে সহবাগ আরও বলেছেন, 'আমি সচিন তেন্ডুলকরের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছি। সচিন আমাকে বলে, " এক দম না। আমিও ১৯৯৯-২০০০ মরসুমে এ রকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তখন আমারও মনে হত, ক্রিকেট ছেড়ে দিই। খারাপ সময়টা যেমন এসেছিল, তেমন চলেও গিয়েছিল। তোরও একটা কঠিন সময় যাচ্ছে। কেটে যাবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিবি না। নিজেকে সময় দে। দু-একটা সিরিজ় দেখ না। তার পর সিদ্ধান্ত নিস।' পরের সিরিজ়ে আবার সুযোগ পেয়েছিলাম। প্রচুর রান করেছিলাম। ফলে বিশ্বকাপ খেলার সুযোগ পাই। বিশ্বকাপজয়ী দলের সদস্য হই।"
অস্ট্রেলিয়ার ক্রিকেটে যুগাবসান! প্রয়াত প্রাক্তন অধিনায়ক বব সিম্পসন
প্রয়াত বব সিম্পসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ শনিবার সিডনিতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছেন তিনি। মোট ৬২টা টেস্টে ৪৬.৮১ গড়ে ৪,৮৬৯ রান করেছেন। উইকেট নিয়েছেন ৭১টা। অস্ট্রেলিয়ার ক্রিকেটে তিনিই প্রথম পূর্ণ সময়ের কোচ। ১১ বছর খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কিন্তু অবসর নেওয়ার ৯ বছর পরে কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিতর্কের সময় দেশের প্রয়োজনে তিনি অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তাঁকেই অধিনায়ক করা হয়। তাঁর ১০টা টেস্ট শতরানের সবগুলোই অধিনায়ক হিসেবে। একটা ত্রিশতরান এবং দুটো দ্বিশতরানও রয়েছে এই প্রাক্তন ওপেনারের।
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
যোগ্য' চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'যোগ্য' চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। শেষ শ্রদ্ধা জানাতে মিছিলের আগে দেহ হাইজ্যাকের চেষ্টা পুলিশের। মুকুন্দপুরে পুলিশের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ। আন্দোলনকারী চাকরিহারাদের দাবি অস্বীকার DC ইস্টের। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সুবল সোরেনের মৃত্যু ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি। চাকরিহারা আন্দোলনকারীরা প্রথমেই জানিয়েছিলেন, হাসপাতাল থেকে রুবি মোড় পর্যন্ত তাঁরা প্রতিবাদ মিছিল করবেন। সেই প্রতিবাদ মিছিলে সামনেই রয়েছেন সুবলের সহযোদ্ধারা। মাথায় কালো কাপড় বেঁধে ই এম বাইপাসে মানববন্ধন করে মিছিল করছেন তাঁরা। কার্যত সুবলের দেহ আগলে তাঁরা নিয়ে যাচ্ছেন। এক আন্দোলনকারীর বক্তব্য, "পরিবারের লোককে না জানিয়ে দেহ হাইজ্যাক করে পুলিশ অন্য গাড়িতে চাপিয়ে বেরিয়ে গিয়েছিল। যোগ্য শিক্ষকরা গিয়ে আটকাতে পেরেছেন। আমরা যদি আগলে নিয়ে না যাই, তাহলে আমরা আদৌ এটা জানি না, ওনার দেহ পরিবারের কাছে পৌঁছবে কিনা।" তবে একদিকে যখন মানববন্ধন হচ্ছে, তখন অন্যদিকে, পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন যোগ্য চাকরিহারাদের একাংশ৷ পুলিশের দাবি, মিছিল তাঁরা করতেই পারেন, কিন্তু রাস্তা আটকে নয়। রাস্তার এক ধার দিয়ে গাড়ি যেতে দিতে হবে। যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক। অভিযোগ, চাকরি হারানোর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সুবল সোরেন। তিনি ওষুধ খেতেন। কিন্তু সেই ওষুধও অনিয়মিত খেতেন। মাথায় প্রবল রক্তক্ষরণ হয়, আর তার জেরেই মৃত্যু হয় সুবলের। অন্তত প্রাথমিকভাবে তেমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।