সিবিআইয়ের দাবি, নিয়ম ভেঙে এবং যোগ্যতা যাচাই না-করেই শতাধিক প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভায়। এমনকি অনেক ক্ষেত্রে 'সাদা খাতা' জমা দিয়েই নিয়োগ করা হয়েছে প্রার্থীদের। সিবিআইয়ের ওই চার্জশিটে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চূড়ান্ত চার্জশিটে রাজ্যের আটটি পুরসভার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।






