নিজস্ব প্রতিবেদন: কুণাল ঘোষের পরে চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন আর এক বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সিবিআই দপ্তরে বেশ-কিছুক্ষণ জেরার পরেই গ্রেফতার হন এই সাংবাদিক।
চিটফান্ড তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আইকোরের নামে প্রচুর টাকা নয়ছয় করার মতন গুরুতর অভিযোগ আছে এই সাংবাদিকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, সুমন তাঁর নিজের সংস্থা দিশা প্রডাকশন অ্যান্ড মিডিয়া লিমিটেড ও আইকোরের মধ্যে তাঁর সংবাদপত্র প্রকাশ নিয়ে ৪০ কোটি টাকার চুক্তি হয় বলে অভিযোগ। আর সেই চুক্তির কারণেই ১২ কোটি টাকা আইকোর দেয় সুমনের সংস্থাকে।
পরে আইকোর এই নিয়ে থানায় অভিযোগ জানায়।
তবে শুধু এই আইকোর নয়, সারদা থেকেও টাকা নেবার অভিযোগ আছে এই প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, সুমন তাঁর নিজের সংস্থা দিশা প্রডাকশন অ্যান্ড মিডিয়া লিমিটেড ও আইকোরের মধ্যে তাঁর সংবাদপত্র প্রকাশ নিয়ে ৪০ কোটি টাকার চুক্তি হয় বলে অভিযোগ। আর সেই চুক্তির কারণেই ১২ কোটি টাকা আইকোর দেয় সুমনের সংস্থাকে।
তবে শুধু এই আইকোর নয়, সারদা থেকেও টাকা নেবার অভিযোগ আছে এই প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন