রাজ্যে বিজেপির রথযাত্রার দিনে এক সাথে ব্লকে ব্লকে খোল ও করতাল নিয়ে মিছিল করার ডাক দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ বোলপুরের ডাকবাংলো মাঠে কীর্তনিয়াদের খোল ও করতাল বিতরণ করে মিছিলের কথা জানিয়ে দেন অনুব্রত।
২ কোটি টাকা খরচ করে চার হাজার খোল ও আট হাজার খঞ্জনি বিতরণ করা হয়।
বিজেপির রথযাত্রার আগে এই খোল বিতরণ বীরভূমের রাজনৈতিক উত্তাপ বেশকিছুটা বাড়িয়ে দিয়েছে।
জানা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখে তারাপীঠ থেকে বিজেপির রথ বেরোবে। এই রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আর এই রথযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে গিয়েছে ।
সূত্রের খবর, খোলের দাম ৪ হাজার টাকা আর খঞ্জনির দাম ৫০০ টাকা। প্রায় ২ কোটি টাকা খরচ করে এই খোল ও খঞ্জনি কেনা হয়েছে।
অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, "কার কি বেরোবে আমার তা জেনে লাভ নেই। কার কি বেরোবে , কখন মরা যাবে তার দায় আমার নাকি? এখানে অনেক শ্মশান আছে। কোন মড়া কোন শ্মশানে যাবে তার দায় আমার নয়।
খোল-করতাল নিয়ে মিছিল হবে ১৪ তারিখে।"
তবে আজকের এই ২ কোটি টাকা খরচ করে যখন রাজ্যে খোল-করতাল বিলি করা হচ্ছে, তখন রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করতে হচ্ছে। আর রাজ্যের হবু শিক্ষকদের অবস্থা তো সবার জানা। এর পরেও মুখ্যমন্ত্রী কি বলবেন? এমন সব প্রশ্ন তুলছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।
২ কোটি টাকা খরচ করে চার হাজার খোল ও আট হাজার খঞ্জনি বিতরণ করা হয়।
জানা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখে তারাপীঠ থেকে বিজেপির রথ বেরোবে। এই রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
সূত্রের খবর, খোলের দাম ৪ হাজার টাকা আর খঞ্জনির দাম ৫০০ টাকা। প্রায় ২ কোটি টাকা খরচ করে এই খোল ও খঞ্জনি কেনা হয়েছে।
অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, "কার কি বেরোবে আমার তা জেনে লাভ নেই। কার কি বেরোবে , কখন মরা যাবে তার দায় আমার নাকি? এখানে অনেক শ্মশান আছে। কোন মড়া কোন শ্মশানে যাবে তার দায় আমার নয়।
তবে আজকের এই ২ কোটি টাকা খরচ করে যখন রাজ্যে খোল-করতাল বিলি করা হচ্ছে, তখন রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করতে হচ্ছে। আর রাজ্যের হবু শিক্ষকদের অবস্থা তো সবার জানা। এর পরেও মুখ্যমন্ত্রী কি বলবেন? এমন সব প্রশ্ন তুলছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন