নিজস্ব প্রতিবেদন: আদালতে এখনও ঝুলে আছে বিজেপির রথযাত্রার ভবিষ্যৎ। কিন্তু আর অপেক্ষা করতে না রাজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এর আগে হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ রথযাত্রার অনুমতি দেয়।
তবে সেখানে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেখানে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন," সব রিপোর্ট খতিয়ে দেখে কি এই রায়?" এর পাশাপাশি তিনি নির্দেশ দেন, সব গোয়েন্দা রিপোর্ট খতিয়ে দেখতে হবে।
হাইকোর্টের রায়ের প্রতিলিপি এদিন অমিত শাহ দেখার পরেই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে বেশকিছু পরামর্শ দেন।
বিজেপি সূত্রের খবর, অমিত শাহ সুপ্রিম কোর্টে মামলা করার নির্দেশ দেন কৈলাস বিজয়বর্গীয়কে। এর ফলে এবার রথের চাকা গড়াতে সুপ্রিম কোর্টের দরজায় বিজেপি নেতারা।
এর আগে হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ রথযাত্রার অনুমতি দেয়।
হাইকোর্টের রায়ের প্রতিলিপি এদিন অমিত শাহ দেখার পরেই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে বেশকিছু পরামর্শ দেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন