লোকসভা নির্বাচনের ঠিক আগেই মন্ত্রিসভার বড় রকমের পরিবর্তন আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন ও তৃণমূল সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, সরকার এবং দলের সংগঠনের কিছু বদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী। উদাহরণ হিসাবে বলা যায় এবার থেকে জেলা পরিষদে নতুন পদ তৈরি করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
ওই পদের পোশাকি নাম 'মেন্টর'। এই মেন্টর কথা মানে হল, যারা এই পদে আসবেন তাদের ভূমিকা হবে উপদেষ্টার। জেলা পরিসদের কাজ ঠিকভাবে চলছে কিনা, সেই ব্যাপারে পরামর্শ দেবেন তাঁরা।
তৃণমূল সূত্রে খবর, এই সংক্রান্ত ব্যাপারে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে একটি খসড়া পঞ্চায়েত দফতরে পাঠানো হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, এই সংক্রান্ত ব্যাপারে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে একটি খসড়া পঞ্চায়েত দফতরে পাঠানো হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন