সিপিআই(এম) নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের অবস্থা এখন সংকটজনক। একাধিক শারীরিক সমস্যা থাকায় তাঁকে গত শনিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অনেক দিন ধরে অসুস্থ প্রাক্তন শিল্পমন্ত্রী। তাঁর কিডনিতে সমস্যা নিয়ে গত শনিবার ডায়ালিসিস করাতে হাসপাতালে নিয়ে আসেন তাঁর বাড়ির লোকজন। তাঁর শরীরের রক্তচাপ স্থিতিশীল থাকছে না বলে জানিয়েছে চিকিৎসকেরা। এর আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পরে থেকে দীর্ঘ দিন ধরে অসুস্থ আছেন এই বাম নেতা। অধিকাংশ সময় বাড়িতে শুয়েই কাটাতেন নিরুপম বাবু।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন