কোচবিহারে রথযাত্রার অনুমতি নয়। হাইকোর্টে এই কথা জানালেন এজি। আজ তপোব্রত চক্রবর্তীর এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির সময় এজি বলেন, কোচবিহারে রথযাত্রার অনুমতি দিচ্ছে না সরকার।
কারণ, কোচবিহারের বিজেপির রথযাত্রায় আপত্তি আছে পুলিশ সুপারের।
এজির এই বক্তব্যের পরে বিজেপির কি মতামত তা ১২ টার পরে শুনবে আদালত। যদিও রাজ্য সরকারের এই আপত্তিকে কার্যত মানতে না রাজ দিলীপ ঘোষ। তিনি হুঙ্কারের সুরে বলেছেন, "অনুমতি দিক আর না দিক, রথযাত্রা হবেই।"
এজির এই বক্তব্যের পরে বিজেপির কি মতামত তা ১২ টার পরে শুনবে আদালত। যদিও রাজ্য সরকারের এই আপত্তিকে কার্যত মানতে না রাজ দিলীপ ঘোষ। তিনি হুঙ্কারের সুরে বলেছেন, "অনুমতি দিক আর না দিক, রথযাত্রা হবেই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন