প্রমাণ করে দেবার কথা বললেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রমাণ করে দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বন্ধু অনিল আম্বানিকে সাহায্য করেছেন!
রাফাল মামলায় হস্তক্ষেপের কোনও দরকার নেই।
আজ(শুক্রবার) জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্ট জানিয়ে দেয়, " রাফাল চুক্তির প্রক্রিয়া নিয়ে সন্দেহ নেই। আমরা সন্তুষ্ট।" বিচারপতি আরও বলেন, কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে কিনা তার প্রমাণ পাওয়া যায় নি।
আজকের এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন," আমার প্রথম প্রশ্ন প্রতিটা বিমানের দাম কি করে ৬২৫ কোটি থেকে বেড়ে গিয়ে ১৬০০ কোটি টাকা হল।"
এর পরে তিনি আরও বলেন," চৌকিদার চোর! আমি প্রমাণ করে দেব, নরেন্দ্র মোদী তাঁর বন্ধু অনিল আম্বানিকে সাহায্য করেছেন।" এর পরে তিনি ৩৬ টি রাফাল বিমানের মূল্য নির্ধারণ নিয়ে সিএজি-র রিপোর্টের বিষয়ে আদালতের রায় নিয়ে প্রশ্ন তোলেন।
রাফাল মামলায় হস্তক্ষেপের কোনও দরকার নেই।
আজকের এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন," আমার প্রথম প্রশ্ন প্রতিটা বিমানের দাম কি করে ৬২৫ কোটি থেকে বেড়ে গিয়ে ১৬০০ কোটি টাকা হল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন