ঝড়ের গতিতে এগিয়ে চলেছেন সিন্ধু। শনিবার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে নিজের জায়গা করে নিলেন এই ভারতীয় মহিলা স্টার।
চিনের প্রতিদ্বন্দ্বী গুয়ানঝাউয়ে রচানোক ইন্টাননকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে এলেন সিন্ধু।
আজকের ম্যাচে প্রতিপক্ষকে ২১-৬, ২৫-২৩ স্টেট গেমে হারিয়ে এই নিয়ে দ্বিতীয় বার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনাল রাউন্ডে এলেন তিনি।
চিনের প্রতিদ্বন্দ্বী গুয়ানঝাউয়ে রচানোক ইন্টাননকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে এলেন সিন্ধু।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন