রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড ১৯ শে জানুয়ারি। স্বাভাবিক ভাবেই প্রচুর তৃণমূল সমর্থকরা আসবেন সমাবেশে। কিন্তু কত সমর্থক আসতে পারেন এই জনসভায়?
এখন যা প্রবণতা তাতে ১৪ থেকে ১৮ লাখ লোক আসতে পারেন এই সমাবেশে।
দুই ২৪ পরগণা এবং মেদিনীপুর ব্রিগেড ভরিয়ে দেবে। তার পরেও কলকাতা , হাওড়া, হুগলী থাকছে। ব্রিগেড ও তার চারদিকের রাস্তার যা অবস্থা তাতে এত লোকের কোথায় জায়গা দেবে তা নিয়েও একটা প্রশ্ন থাকছে।
তৃণমূল সূত্রে যা খবর তাতে ১৭ই জানুয়ারির রাত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসা শুরু করবে। ১৯ তারিখ সকাল থেকে অবরুদ্ধ হয়ে যাবে শহর কলকাতা।
তৃণমূল নেতাদের দাবি যত কম হক মুর্শিদাবাদ ও মালদা থেকে ১৫ হাজার সমর্থক এই সমাবেশে আসবে।
বীরভূম থেকে আসতে পারে ৪০ হাজার।
এর উপর কলকাতার প্রতি ওয়ার্ড থেকে ৩০০ করে লোক এলে সেটা দাঁড়াবে (৩০০X ১৪১)=৪২,৩০০। এই সংখ্যার অনেক বেশি লোক আসবে ওই দিনের সভাতে। তাই এত লোকের জায়গা কি করে দেবে রাজ্য প্রশাসন? তাই এখন থেকে বেশ চাপে আছেন মুখ্যমন্ত্রী।
এখন যা প্রবণতা তাতে ১৪ থেকে ১৮ লাখ লোক আসতে পারেন এই সমাবেশে।
তৃণমূল সূত্রে যা খবর তাতে ১৭ই জানুয়ারির রাত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসা শুরু করবে। ১৯ তারিখ সকাল থেকে অবরুদ্ধ হয়ে যাবে শহর কলকাতা।
তৃণমূল নেতাদের দাবি যত কম হক মুর্শিদাবাদ ও মালদা থেকে ১৫ হাজার সমর্থক এই সমাবেশে আসবে।
এর উপর কলকাতার প্রতি ওয়ার্ড থেকে ৩০০ করে লোক এলে সেটা দাঁড়াবে (৩০০X ১৪১)=৪২,৩০০। এই সংখ্যার অনেক বেশি লোক আসবে ওই দিনের সভাতে। তাই এত লোকের জায়গা কি করে দেবে রাজ্য প্রশাসন? তাই এখন থেকে বেশ চাপে আছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন