অনেক চেষ্টা করেছে রাজ্য প্রশাসন। কিন্তু শেষরক্ষা হল না। রথযাত্রা নিয়ে একপ্রকার বৈঠকে বসতে বাধ্য হল রাজ্য সরকার।
আগামীকাল, শুক্রবার বিকেল ৫.৩০ নাগাদ লালবাজারে দু-পক্ষের বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এই খবর জানিয়ে বিজেপির রাজ্য দফতরে চিঠি পাঠিয়েছে লালবাজার। ওই বৈঠকে থাকবেন মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার।
রাজ্য প্রশাসনের তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি।
বিজেপির রথযাত্রা নিয়ে রাজ্যের শাসক দলের সঙ্গে তাদের দড়ি-টানাটানি চলছে বেশ-কিছুদিন ধরে। আর সেই দড়ি-টানাটানিতে কোন দল জেতেন সেটাই এখন দেখার।
বিজেপির রথযাত্রা নিয়ে রাজ্যের শাসক দলের সঙ্গে তাদের দড়ি-টানাটানি চলছে বেশ-কিছুদিন ধরে। আর সেই দড়ি-টানাটানিতে কোন দল জেতেন সেটাই এখন দেখার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন