কলকাতা নিউজ ব্যুরো: এক বছর আগের কথা। তাঁর চোখের ইশারাতে পাগল হয়েছিল গোটা দেশ। এবার আবারও তিনি কাঁপন ধরালেন পুরুষ হৃদয়ে। এবার প্রিয়া প্রকাশকে দেখা-গেল 'চুমু' খেতে।
ওই ছবির নাম 'ওরু আদার লাভ।" চলতি সপ্তাহের প্রথম দিকে মুক্তি পেয়েছে এই ছবির টিজার।
সেখানে একটা দৃশ্যে প্রিয়াকে চুমু খেতে দেখা গিয়েছে। তাও আবার স্কুলের পোশাক পরে।
টলিউড বা বলিউডে সব জায়গায় এখন চুমের ছড়াছড়ি।
কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা। এখানেও নায়িকা স্বয়ং প্রিয়া প্রকাশ।
এছাড়া তিনি ওই চুমের দৃশ্যে স্কুল ড্রেস পরেই করেছেন। আর এর জেরে বিতর্কের শুরু।
নেটিজেনরা বলছে, ছবি প্রমোশনের নামে এইসব নিম্ন-রুচির প্রচারকরা হচ্ছে।
ওই ছবির নাম 'ওরু আদার লাভ।" চলতি সপ্তাহের প্রথম দিকে মুক্তি পেয়েছে এই ছবির টিজার।
টলিউড বা বলিউডে সব জায়গায় এখন চুমের ছড়াছড়ি।
এছাড়া তিনি ওই চুমের দৃশ্যে স্কুল ড্রেস পরেই করেছেন। আর এর জেরে বিতর্কের শুরু।
নেটিজেনরা বলছে, ছবি প্রমোশনের নামে এইসব নিম্ন-রুচির প্রচারকরা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন