কলকাতা নিউজ ব্যুরো: শনিবার শিলঙে কলকাতার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দু'দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
প্রথমে শিলঙে সিবিআই অফিসে এবং দ্বিতীয় জিজ্ঞাসাবাদ কোথায় হবে তা জানা যায় নি। সকাল ১০টা নাগাদ তাঁকে সিবিআই অফিসে উপস্থিত হবার কথা। সিবিআই অফিস চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই সিবিআই-এর একটি টিম পৌঁছে গেছে শিলঙে। অন্যদিকে, এর জন্য গতকালই শিলঙে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। সারদা চিটফান্ড তদন্তের সময় নথি নষ্ট করা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছে, এখুনি গ্রেফতার করা যাবেনা কলকাতার পুলিশ কমিশনারকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন