কলকাতা নিউজ ব্যুরো: আজ আচার্য সদনে আপার প্রাইমারী চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে।
কিছুক্ষণ আগেই অবস্থানরত চাকরি-প্রার্থীদের সঙ্গে দেখা করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। হবু শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, অন স্পট বিজ্ঞপ্তি এবং আপটুডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারীর কয়েক হাজার পরীক্ষার্থীরা।
কিন্তু কমিশনের চেয়ারম্যান সরাসরি জানিয়ে দিয়েছে আজ কোনও মতে ভেরিফিকেশনের জন্য বিজ্ঞপ্তি জারি করা তাঁর পক্ষে সম্ভব নয়।
কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন," রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আদালতের নির্দেশে আটকে আছে। এখন নবম ও দশমের কাউন্সেলিং চলছে। এর পাশাপাশি আপার প্রাইমারীর সমস্যার সমাধান ফেব্রুয়ারিতে করা যায় তার ব্যবস্থা চলছে।
ফেব্রুয়ারির মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।"
আপারের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে জানতে চায় আন্দোলনকারী হবু শিক্ষকরা। কমিশনের চেয়ারম্যান বলেন, " ফেব্রুয়ারির মধ্যে আপারের বিজ্ঞপ্তি জারি করব। আমি ভেরিফিকেশন ২০ তারিখের আগে শুরু করব। ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব।"
কিন্তু হবু শিক্ষকরা কমিশনের চেয়ারম্যানের মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে না রাজ। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, অন স্পট বিজ্ঞপ্তি এবং আপটুডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারীর কয়েক হাজার পরীক্ষার্থীরা।
কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন," রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আদালতের নির্দেশে আটকে আছে। এখন নবম ও দশমের কাউন্সেলিং চলছে। এর পাশাপাশি আপার প্রাইমারীর সমস্যার সমাধান ফেব্রুয়ারিতে করা যায় তার ব্যবস্থা চলছে।
আপারের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে জানতে চায় আন্দোলনকারী হবু শিক্ষকরা। কমিশনের চেয়ারম্যান বলেন, " ফেব্রুয়ারির মধ্যে আপারের বিজ্ঞপ্তি জারি করব। আমি ভেরিফিকেশন ২০ তারিখের আগে শুরু করব। ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব।"
কিন্তু হবু শিক্ষকরা কমিশনের চেয়ারম্যানের মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে না রাজ। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন