কলকাতা নিউজ ব্যুরো: কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের নিয়ে বিতর্ক তুঙ্গে। পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে নবান্নে এখনও কোনও চিঠি আসেনি। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এখনও কোনও চিঠি পাননি।
বুধবার নবান্নে দাঁড়িয়ে সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গতকাল একটি খবর ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
আরও বলা হয় যে চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলকাতার মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে উপস্থিত থেকে সার্ভিস রুল ভেঙেছেন রাজীব কুমার। আর সেকারণেই রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের করার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এখনও এরকম কোনও চিঠি মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিবের কাছে আসেনি।
প্রসঙ্গত, গতকাল একটি খবর ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
আরও বলা হয় যে চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলকাতার মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে উপস্থিত থেকে সার্ভিস রুল ভেঙেছেন রাজীব কুমার। আর সেকারণেই রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের করার নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন