কলকাতা নিউজ ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। চলছে প্রতিশ্রুতির বন্যা। শনিবার দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে পড়ুয়াদের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী।
ওই অনুষ্ঠানে তাঁর প্রশ্ন শিক্ষার জন্য নেওয়া কোনও ঋণ কি মাফ করা হয়েছে এই বিজেপি সরকারের সময়ে? এর পাশাপাশি তাঁর অভিযোগ বিজেপির আমলে চেনা আইআইটি রয়েছে অন্যরকমের।
শনিবার দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সামনে নিজের লক্ষ্য কি সেটা পরিষ্কার করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ভোটে জিতে সরকারে এলে, শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে। গত ৫ বছরের শাসনকালে মোদী সরকার ১৫ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে অভিযোগ করে রাহুলের প্রশ্ন শিক্ষার জন্য নেওয়া ঋণ কি মকুব করা হয়েছে। পড়ুয়াদের বিশেষ সংগঠনের অস্ত্র করে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।কংগ্রেস সভাপতি অভিযোগ করেন দেশে চাকরির সুযোগ কমেছে। বেকারদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও মন্তব্য করেছেন রাহুল।
তাঁর অভিযোগ প্রধানমন্ত্রীর কাজ শুরু বক্তৃতা দেওয়া, তিনি বিতর্কে অংশ নিতেও ভয় পান বলে মন্তব্য করেছেন রাহুল। কর্মসংস্থান ও শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নিশ্চুপ বলেও অভিযোগ কংগ্রেস সভাপতি।
ওই অনুষ্ঠানে তাঁর প্রশ্ন শিক্ষার জন্য নেওয়া কোনও ঋণ কি মাফ করা হয়েছে এই বিজেপি সরকারের সময়ে? এর পাশাপাশি তাঁর অভিযোগ বিজেপির আমলে চেনা আইআইটি রয়েছে অন্যরকমের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন