কলকাতা নিউজ ব্যুরো: আবার ইডির জালে সৃঞ্জয় বসু? এবার ফেমা(ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সৃঞ্জয় বসুকে তলব করেছিল ইডি। সেই মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর আড়াইটের পর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিতে আসেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা।
পরে দরকার হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে খবর।
কয়েক বছর আগে কলকাতা থেকে বেআইনি লটারির কোটি কোটি টাকা নিয়ে বিতর্কের সূত্রপাত। সেই ঘটনায় ফেমা-য় মামলা করে ইডি। সেই টাকার সঙ্গে সৃঞ্জয় বসুর কোনও যোগসূত্র আছে বলে খবর ছড়ায়। এবার সত্যি-সত্যি এই ঘোটনার সাথে সৃঞ্জয় জড়িত কিনা তা জানতে চেয়ে ডেকে পাঠায় ইডি। ভারতের বাজারে যে বিদেশি মুদ্রা আমদানি ও রফতানি হয়, সেই লেনদেন আইনি ভাবে না হলে এই ধারায়(ফেমা) মামলা করা যায়। বস্তাবন্দি কোটি কোটি টাকা পাওয়ার পর ইডি ফেমা মামলা করে তদন্ত শুরু করে।
কয়েক বছর আগে কলকাতা থেকে বেআইনি লটারির কোটি কোটি টাকা নিয়ে বিতর্কের সূত্রপাত। সেই ঘটনায় ফেমা-য় মামলা করে ইডি। সেই টাকার সঙ্গে সৃঞ্জয় বসুর কোনও যোগসূত্র আছে বলে খবর ছড়ায়। এবার সত্যি-সত্যি এই ঘোটনার সাথে সৃঞ্জয় জড়িত কিনা তা জানতে চেয়ে ডেকে পাঠায় ইডি। ভারতের বাজারে যে বিদেশি মুদ্রা আমদানি ও রফতানি হয়, সেই লেনদেন আইনি ভাবে না হলে এই ধারায়(ফেমা) মামলা করা যায়। বস্তাবন্দি কোটি কোটি টাকা পাওয়ার পর ইডি ফেমা মামলা করে তদন্ত শুরু করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন