কলকাতা নিউজ ব্যুরো: হবু শিক্ষকদের আন্দোলনের জেরে আপার প্রাইমারীর নিয়োগ সমস্যা সমাধানের পথে। এরি মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল আর এক নতুন বিতর্ক। সমাধানের পরেই আর এক বিতর্ক। এবার শূন্যপদ সমস্যা না মিটলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ওয়েটিংদের নিয়োগ করা সম্ভব নয়। সাফ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। ১৬০টি শূন্যপদের সমস্যা মিটলে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মঙ্গলবার চাকরি-প্রার্থীদের আশ্বাস দিলেন কমিশনের আধিকারিকরা। ওয়েটিং প্রার্থীদের এখনও অপেক্ষা করতে হবে বলেই কমিশন কর্তাদের দাবি।
কিন্তু, নবম-দশমে শিক্ষক নিয়োগে শূন্যপদ সমস্যা থাকা সত্ত্বেও কেন কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হল? কমিশনের জবাবে চাকরি-প্রার্থীরা চূড়ান্ত ক্ষুব্ধ ।
মঙ্গলবার কমিশনের দফতর ঘেরাও কর্মসূচি নেন একাদশ-দ্বাদশ শ্রেণিতে ওয়েটিং লিস্টে থাকা পরীক্ষার্থীরা।
চাকরি-প্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় আধিকারিকদের। কমিশনের আধিকারিকদের সাথে বৈঠক শেষে চাকরি-প্রার্থীরা জানান, ‘‘আমাদের সঙ্গে চেয়ারম্যানের কথা হয়েছে। শূন্যপদ সংক্রান্ত সমস্যা না মিটলে কবে ডাকা হবে তা জানতে পারেনি কমিশন। বিকাশ ভবন থেকে ১৬০টি শূন্যপদ সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত এখনই দিনক্ষণ জানতে পারবে না কমিশন।’’
মঙ্গলবার কমিশনের দফতর ঘেরাও কর্মসূচি নেন একাদশ-দ্বাদশ শ্রেণিতে ওয়েটিং লিস্টে থাকা পরীক্ষার্থীরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন