কলকাতা নিউজ ব্যুরো: ফের স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ। এর আগেও এই একি অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে। এবার বেশি নম্বর পেয়েও ডাক পাননি ভেরিফিকেশনের জন্য।
এমন অভিযোগ উঠল। SSC-র আপার প্রাইমারির চাকরি-প্রার্থীরা এই নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন। তাঁরা আরও একটি অভিযোগ দায়ের করতে চলেছেন বলে এক হবু শিক্ষক আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। এবিষয় তথ্যপ্রমাণ দেখিয়ে SSC-র চেয়ারম্যানকেও জানিয়েছিলেন তাঁরা। সেসময় চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেছিলেন, তথ্যপ্রমাণসহ অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু SSC-র দায়ের করা অভিযোগের কথা জানতে চাইলে তিনি জানান, তাঁর কাছে একটা কেসও আসেনি।
কম নম্বর পেয়ে ডাক পেয়েছেন, বেশি নম্বর পেয়েও দ্বিতীয় ফেজ ভেরিফিকেশনে ডাক পাননি এমন কেস এসেছিল? উত্তরে সৌমিত্র-বাবু বলেন, "না না এইরকম একটা কেসও আসেনি। আসুক না। আমি তো বলছি, এবিষয়ে আমার কাছে অভিযোগ এলে আমি সেটা খতিয়ে দেখব।
আমি তো বার বার বলছি। গল্প শুনে তো কাজ করব না। তথ্য নিয়ে আসবে। আমি সেই তথ্য নিশ্চয়ই খতিয়ে দেখব।"
অথচ, আপার প্রাইমারির দ্বিতীয় ধাপের ভেরিফিকেশন শুরুর আগের দিন বেশ কয়েকজন প্রার্থী এই সমস্যা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। এ বিষয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "না না। আমার কাছে এইরকম কিছু আসেনি।"
এক হবু শিক্ষক জানান," এই চেয়ারম্যান সব জানেন। তবু মিথ্যা কথা বলছে।"
কম নম্বর পেয়ে ডাক পেয়েছেন, বেশি নম্বর পেয়েও দ্বিতীয় ফেজ ভেরিফিকেশনে ডাক পাননি এমন কেস এসেছিল? উত্তরে সৌমিত্র-বাবু বলেন, "না না এইরকম একটা কেসও আসেনি। আসুক না। আমি তো বলছি, এবিষয়ে আমার কাছে অভিযোগ এলে আমি সেটা খতিয়ে দেখব।
অথচ, আপার প্রাইমারির দ্বিতীয় ধাপের ভেরিফিকেশন শুরুর আগের দিন বেশ কয়েকজন প্রার্থী এই সমস্যা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। এ বিষয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "না না। আমার কাছে এইরকম কিছু আসেনি।"
এক হবু শিক্ষক জানান," এই চেয়ারম্যান সব জানেন। তবু মিথ্যা কথা বলছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন