কলকাতা নিউজ ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে আবারও বিতর্ক। আপার প্রাইমারির সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে পিয়োর সায়েন্স ও ভূগোলের বেশকিছু চাকরি-প্রার্থী ডাক পাননি। তাদের যোগ্যতা থাকার পরেও তাদের ডাকা হয় নি।
এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। টেট ২০১৫-র আপার প্রাইমারির সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে ইন্টিমেশন লেটার পাননি তাঁরা। আজ বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে।
আদালত থেকে পাওয়া খবর অনুসারে, বেশকিছু পরীক্ষার্থী ঝরনা গায়েন, ভোলানাথ সর্দার, শুভাশিস সর্দাররা প্রত্যেকেই ভূগোলের চাকরি-প্রার্থী। এরা সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। প্রত্যেকের নম্বর বেশি থাকা সত্ত্বেও ডাক পাননি বলে অভিযোগ।
কিন্তু তাদের থেকে কম নম্বর থাকা সত্ত্বেও অনেকেই ডাক পেয়েছেন। তাঁদের পাশাপাশি বেলা সরকার ও আরও কয়েকজন পিয়োর সায়েন্সের চাকরি-প্রার্থীরা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও নম্বর বেশি থাকা সত্ত্বেও ডাক পাননি তাঁরা।
আদালত থেকে পাওয়া খবর অনুসারে, বেশকিছু পরীক্ষার্থী ঝরনা গায়েন, ভোলানাথ সর্দার, শুভাশিস সর্দাররা প্রত্যেকেই ভূগোলের চাকরি-প্রার্থী। এরা সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। প্রত্যেকের নম্বর বেশি থাকা সত্ত্বেও ডাক পাননি বলে অভিযোগ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন