কলকাতা নিউজ ব্যুরো: এক বছরের বেশি হল বিজেপিতে যোগদান করেছেন মুকুল রায়। তারপর তৃণমূলের একের পর এক ছোটবড় নেতারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। লোকসভা ভোটের মুখে মুকুলের হাত ধরে পদ্ম পতাকা হাতে নিয়েছেন ভারতী ঘোষ ও প্রাক্তন তৃণমূলের ছাত্র নেতা শঙ্কুদেব। আর এমন দলবদলের খেলায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন।
আর এবার সেই প্রশ্ন তুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
জনৈক যুধাজিৎ দত্ত টুইট করেছেন,''তৃণমূলে কোণঠাসা রাজনীতিকদের নিচ্ছে বিজেপি। বুঝতে পারছি না বাংলায় দুটি দলের মধ্যে ফারাক কী?'' টুইটটি রিটুইট করেছেন স্বস্তিকা।
রিটুইট করে অভিনেত্রী যোগ করেছেন,
''কোণঠাসা রাজনীতিকরা নন, যাঁদের দল থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তাঁরাই বিজেপিতে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে গুণ্ডা ও শঙ্কুদেব পণ্ডার মতো লোকও। কারা এই সব সিদ্ধান্ত নিচ্ছে? এটা অত্যন্ত লজ্জার''।
জনৈক যুধাজিৎ দত্ত টুইট করেছেন,''তৃণমূলে কোণঠাসা রাজনীতিকদের নিচ্ছে বিজেপি। বুঝতে পারছি না বাংলায় দুটি দলের মধ্যে ফারাক কী?'' টুইটটি রিটুইট করেছেন স্বস্তিকা।
রিটুইট করে অভিনেত্রী যোগ করেছেন,
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন