আগেই দিল্লি উড়ে গিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন তৃণমূলের ২৯ বিধায়কও। মুকুল রায়ের তৎপরতায় আজই সম্ভবত বিজেপিতে যোগ দিতে পারেন শুভ্রাংশু। এর পাশাপাশি বিজেপিতে নাম লেখাতে পারেন আরও তিন বিধায়কও।
সব মিলিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ওদিকে মুকুলের হাত ধরে পদ্ম-শিবিরে অভিষেক হবে শুভ্রাংশুর। আর দলবদলের এই উৎসবে আজ সাজো-সাজো রব মুকুলে রায়ের দিল্লির বাড়িতে। অতিথিদের জন্য চলছে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। বাড়ির বাইরেই চাঁদোয়া খাটিয়ে চলছে রান্না-বান্নার কাজ। পাশাপাশি ছেলেকে নিয়ে ইতিমধ্যেই হনুমান মন্দিরে পুজোও সেরেছেন মুকুল রায়। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। যদিও দিল্লিতে ২৯ বিধায়ক এসেছেন এই খবর মানতে নারাজ তৃণমূলের নেতারা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন