কলকাতা নিউজ ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠল। অভিযোগ, কেশপুরের দোগাছিয়ার একটি বুথে ছাপ্পা ভোট চলার অভিযোগে সেখানে গিয়ে চেঁচামেচি শুরু করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এরপরই সেখানকার স্থানীয় বাসিন্দারা ভারতীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ি ভাঙচুর করে ইট-বৃষ্টি করা হয়।
গণ্ডগোলের মাঝে পড়ে সংবাদমাধ্যমের একাধিক গাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা। জনতার ইটের আঘাতে মাথা ফেটে যায় ভারতীর নিরাপত্তারক্ষী, সিআইএসএফ-এর এক জওয়ানের। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইভাবে কেশপুরেরই চাঁদখালির একটি বুথেও ভারতীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ না হয়ে জোর করে বুথের ভিতর নিজের দলের এজেন্ট বসানোর অভিযোগ ওঠে। বাধা দিলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগও উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ওই এলাকারই ১৩৯ নম্বর বুথের ভিতরে তাঁকে ভিডিওগ্রাফি করতেও দেখা যায়। বুথের ভিতর ভিডিওগ্রাফির জন্য নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ভারতী ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন